মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বড় বড় প্রকল্পগুলোতে চীন ঋণ দেয় ঠিকই, কিন্তু সেইসঙ্গে আছে ফাঁদ। এসবের পরেও আফ্রিকা মহাদেশের অধিকাংশ মেগাপ্রকল্পের কাজ করছে চীন কোম্পানিগুলো। জানা যায়, আফ্রিকার বাজারে এখন চীনা অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান ও কন্ট্রাকদের প্রভাব চলছে। মহাদেশটির বড় বড় প্রকল্পগুলোতে তাদেরকেই প্রথম পছন্দ হিসেবে রাখছে সরকারগুলো। যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান ও কন্ট্রাকরা। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভার্সিটির গবেষক হং ঝ্যাং বলেন, বেশকিছু আফ্রিকান রাষ্ট্রের অবকাঠামো নির্মাণ খাতের অধিকাংশ দখল করে রেখেছে চীনা কোম্পানিগুলো। বিশেষ করে তানজানিয়াতে অবকাঠামো নির্মাণ খাতের ৮০ শতাংশ দখল করে রেখেছে চীনা অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান ও কন্ট্রাকরা। এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৯ সালের দিকেই আফ্রিকার অবকাঠামো নির্মাণ খাতের ৬০ শতাংশ চীনাদের দখলে চলে যায়। বিশেষজ্ঞদের মতে, আফ্রিকাতে চীনা কোম্পানিগুলোর এই বিনিয়োগ সৃষ্টি করছে ঋণের ফাঁদ। কারণ বিনিয়োগগুলো এতো বিশাল যে গরীব আফ্রিকান রাষ্ট্রগুলো তা পরিশোধ করতে পারবে না। ফলে দেশগুলোতে বৃদ্ধি পাবে চীনা প্রভাব। ভবিষ্যতে ব্রিটিশ শাসনের মতোই আফ্রিকাতে চীনা কর্তৃত্ব দেখা দেওয়ার সম্ভাবনা আছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।