Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধ্বংসাবশেষের নিচে ৭ ঘণ্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০১ এএম

দখলদার ইহুদিবাদি ইসরাইলের হামলায় প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন। দেশটির গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে নারী-শিশুসহ নির্বিচারে মানুষ মারছে বর্বর ইহুদিরা। রোববার মধ্যরাতের পর পরই গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে অন্তত তিনটি ভবন ধসে পড়ে এবং অনেকে নিহত হয়। শুধু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি ইসরাইল। বিমান হামলাও চালিয়েছে একের পর এক। বর্বরোচিত ইসরাইলি সে বিমান হামলায় বেঁচে যাওয়া ৬ বছরের ছোট্ট শিশু সুজি এশকুনতানা। বিমান হামলা চালিয়ে তার বাড়ি গুড়িয়ে দেয় ইহুদিরা। সে হামলায় তার ৪ ভাইবোন এবং মা মারা যায়। কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায় সুজি। ধ্বংসাবশেষের নিচে ছয় ঘণ্টা ধরে আটকে ছিল ছোট্ট সুজি। বর্তমানে সে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় চিকিৎসা নিচ্ছে। তার বাবাও আহত হয়ে একই হাসপাতালে ভর্তি। সুজির বাবা রিয়াদ এশকুনতানা মেয়েকে হাসপাতালে জীবিত দেখে কাঁদতে কাঁদতে বলেন, আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ডেকেছিলি, কিন্তু আমি তোর কাছে যেতে পারিনি। রিয়াদ জানান, তিনি তার মেয়েদেরকে বাড়ির এমন একটি ঘরে ঘুম পাড়িয়েছিলেন যেটি বিস্ফোরণের স্থান থেকে সবচেয়ে দূরে বলে তিনি মনে করেছিলেন। তবে ওই রাতের পর তার মেয়েদের মধ্যে শুধু সুজিই বেঁচে রয়েছে। তার স্ত্রী এবং আরো ৪ সন্তান মারা গেছে ইসরাইলের হামলায়। এশকুনতানা বলেন, গোলাবর্ষণের পরপরপরই মেয়েরা বেঁচে আছে কিনা তা দেখতে ছুটে যাই আমি। আমার স্ত্রী লাফিয়ে পড়ে মেয়েদের জড়িয়ে ধরে ঘরের বাইরে নিয়ে আসার চেষ্টা করছিল। আর তখনই ঘরটিতে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে... ছাদ ধসে পড়ে আর আমি ধ্বংস্তুপের নিচে পড়ি। ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ