Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মিসরীয় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিখোঁজ মিসরীয় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে বিমানের কিছু ধ্বংসাবশেষও দেখা গেছে বলে জানিয়েছে এথেন্স।
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জের আশপাশে কমলা রংয়ের দু’টি বস্তু দেখা গেছে। ধারণা করা হচ্ছে ওই বস্তুগুলো রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া ইজিপ্ট এয়ারের যাত্রীবাহী প্লেনটির কোনো অংশ। কর্তৃপক্ষ জানিয়েছে ফ্লাইট এমএস ৮০৪ মিশরের আকাশসীমায় প্রবেশ পরপরই ৯০ ডিগ্রি বামে এবং ৩৬০ ডিগ্রি ডানে চক্কর খায়। এরপর বিমানটি ৩৭ হাজার ফিট থেকে একেবারে ১৫ হাজার ফিট নিচে নেমে এসে রাডার থেকে হারিয়ে যায়। মিশরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলছেন, বিমানটি নিখোঁজ হওয়ার পেছনে কারিগরি ত্রুটির তুলনায় সন্ত্রাসী হামলার সম্ভাবনাই বেশি বলে তিনি মনে করেন।
প্লেনটিতে ক্রুসহ ৬৬ জন আরোহী ছিলেন। ৫৬ জন যাত্রীদের মধ্যে মিশরের ৩০ জন, ফ্রান্সের ১৫ জন, ইরাকের ২ জন, ব্রিটেন, কানাডা, বেলজিয়াম, কুয়েত, সৌদি আরব, আলজেরিয়া, চাঁদ ও পর্তুগালের মোট একজন করে যাত্রী ছিলেন। এদিকে সম্ভাব্য বিধ্বস্তস্থলের আশপাশে প্লেনটির খোঁজে অভিযান চালাচ্ছে গ্রিসের কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসরীয় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ