Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌরিতানিয়ায় নিখোঁজ মালয়েশিয় বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মৌরিতানিয়ার একটি দ্বীপে খুঁজে পাওয়া বিমানের ধ্বংসাবশেষ মালয়েশিয়ার নিখোঁজ বিমানের কিনা তা পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। মৌরিতানিয়ার মূল ভূখ- থেকে ৫৬০ কিলোমিটার পূর্বে রদ্রিগুয়েজ দ্বীপে হোটেলের অতিথিরা বিমানের টুকরাটি প্রথম দেখতে পায়। মৌরুক এবনি হোটেলের মালিক উইলিয়াম অগাস্ট বলেন, নিশ্চিতভাবেই এটি বিমানের খ-াংশ। দেখ মনে হচ্ছে, খুব সম্ভবত এটি বিমানের ভেতরের দিকের কোনো অংশ। বিমানের ভেতরে ওয়ালপেপার থাকে। খুঁজে পাওয়া ওই বস্তুটিতে আমরা ওই ধরনের নকশা ও তার অংশ দেখেছি। ২০১৪ সালের মার্চে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা হওয়া এমএইচ৩৭০ বিমানটি সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার সময় ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যায়। সমুদ্রের বিস্তৃত এলাকাজুড়ে তল্লাশি চালিয়েও বিমানটির কোনও হদিস পায়নি অস্ট্রেলিয়া। দেশটির পরিবহনমন্ত্রী ড্যারেন চেস্টার বলেন, গত সপ্তাহে যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা বেশ আশাব্যাঞ্জক। গত মাসে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ বলেছিল, মোজাম্বিকে খুঁজে পাওয়া বিমানের ধ্বংসাবশেষ খুব সম্ভবত মালয়েশিয়ার এমএইচ৩৭০ বিমানের। গত বছর ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে ভেসে যাওয়া বিমানের পাখার দিকের অংশটি মালয়েশিয়ার বিধ্বস্ত বিমানের বলে জানিয়েছিল ফরাসি কর্তৃপক্ষ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌরিতানিয়ায় নিখোঁজ মালয়েশিয় বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ