Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

মালয়েশিয়ার উদ্ধারকারী দল নিখোঁজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। হেলিকপ্টারটিতে একজন উপমন্ত্রী ও পার্লামেন্টের এক সদস্যসহ ৬ জন আরোহী ছিল। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক একথা জানিয়ে বলেন, উদ্ধারকারী দলের সদস্যরা হেলিকপ্টারের একটি রোটোর ব্লেড, একটি ভেসে থাকার যন্ত্র, ওয়াল প্যানেলের অংশ, একটি দরজা ও একটি আসন উদ্ধার করেছে। সারাওয়াক রাজ্যের বোর্নিও দ্বীপে হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তার কাছে এগুলো পাওয়া গেছে।

তিনি বলেন, ‘নিখোঁজ ছয় যাত্রীকে খুঁজে বের করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’ উদ্ধারকর্মীরা হেলিকপ্টারের আসল কাঠামোর খোঁজে তল্লাশী চালাচ্ছে। রাজাক বলেন, বাতাং লুপারের কাছে এই ধ্বংসাবশেষগুলো পাওয়া গেছে। এটা বোর্নিও দ্বীপের অন্যতম প্রশস্ত নদী। ইউরোকোপটার এএস৩৫০ নামের হেলিকপ্টারটিতে মালয়েশিয়ার উপমন্ত্রী নোরিয়া কাসনন, তার স্বামী আসমানি আব্দুল্লাহ্ ও পার্লামেন্টের সদস্য ওয়া মোহাম্মদ খাইর-ইল-আনোয়ার ওয়ান আহমেদ ছিলেন। হেলিকপ্টারে করে তারা স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে রাজধানী কুচিংয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার নিখোঁজ হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ