Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসের তৎপরতা মোজাম্বিকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০২ এএম


মধ্যপ্রাচ্যে অপমানজনক পরাজয়ের পরে মোজাম্বিকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ইসলামিক স্টেট। আই এস মোজাম্বিকের সরকারের দুর্নীতি ও অদক্ষতাকে কাজে লাগাতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক পরামর্শদাতা এবং দ্য হিলের সেন্টার অফ পলিটিকাল অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের (সিপিএফএ) এর পরিচালক কেলি আলখৌলি এক রিপোর্টে মতামত প্রকাশ করে বলেন, এই গোষ্ঠীটি এখন হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তবে মোজাম্বিক সরকারের দুর্নীতি এবং অদক্ষতা ইসলামিক স্টেটের পক্ষে নিজেকে পুনঃস্থাপনের সবচেয়ে বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে। ২০১৭ সাল থেকে মোজাম্বিকের ক্যাবো দেলগাদো প্রদেশে বিদ্রোহ চলছে, যেটি বর্তমানে তীব্র আকার ধারণা করেছে। মোজাম্বিক প্রধানত একটি খ্রিস্টান-অধ্যুষিত রাষ্ট্র, কিন্তু রাষ্ট্রটির প্রায় ১৮% নাগরিক মুসলিম। ৮২,৬২৫ বর্গ কি.মি. আয়তন এবং প্রায় ২৩ লক্ষ ২০ হাজার জনসংখ্যা বিশিষ্ট ক্যাবো দেলগাদো প্রদেশটিতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। প্রদেশটির মোট জনসংখ্যার ৫২.৫% মুসলিম। প্রদেশটি মোজাম্বিকের উত্তরাঞ্চলে অবস্থিত, এবং সেখানে বিপুল পরিমাণ রুবি ও প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। উল্লেখ্য, মোজাম্বিকের হাইড্রোকার্বন খাতে প্রায় ৬,০০০ কোটি (বা ৬০ বিলিয়ন) বিদেশি বিনিয়োগ করা হয়েছে বা করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের ম‚ল অংশীদার মার্কিন কোম্পানি ‹এক্সনমোবিল› এবং ফরাসি কোম্পানি ‹টোটাল›। এই তিনটি মেগা-গ্যাস প্রকল্প দেশটিকে ২৫ বছরেরও বেশি সময় ধরে প্রায় ১০০ বিলিয়ন ডলার এনে দিতে সক্ষম। জিডিপি ১৫ বিলিয়ন মার্কিন ডলার মোজাম্বিকের জনগণের জীবনযাত্রার মান ব্যাপক উন্নতি করা সম্ভব। কিন্তু এই অঞ্চলে অব্যাহত থাকা তিনটি প্রকল্পই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে জানিয়েছে দ্য হিল। ২০১২ সালে মোজাম্বিকের আল-শাবাবের ক্রমবর্ধমান উপস্থিতি দেশটিকে নিজের উন্নয়নের ধারাবাহিকতা বিকাশে বাধা দিচ্ছে এবং শীঘ্রই প্রতিবেশী দেশগুলির জন্য সুরক্ষা ঝুঁকিপ‚র্ণ হতে পারে বলে ধারনা করে হচ্ছে। দ্য হিল, এএনআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ