Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গারা প্রথম ঈদ উদযাপন করল

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মে, ২০২১, ৬:৪৪ পিএম

আদি জন্মস্থান মিয়ানমারে। এরপর জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কাটিয়েছে অনেক বছর। অবশেষে ঠাঁই হয়েছে সর্বোচ্চ সূযোগ সুবিধা সম্পন্ন ভাসানচর আশ্রয় কেন্দ্রে। আর এবার প্রায় ১৮ হাজারের বেশী রোহিঙ্গা ঈদুল ফিতর উদযাপন করেছে ভাসানচরে।

মনোরম পরিবেশে আজ শুক্রবার ভাসানচরে ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় চার হাজার রোহিঙ্গা নামাজে অংশ গ্রহন করে।

স্বাস্থ্যবিধি মেনে সকাল ৭টায় ও সকাল সাড়ে ৮টায় দু’টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করে রোহিঙ্গারা। ভাসানচর থানার ওসি মো. মাহে আলম এ তথ্য নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তৃতীয় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুইটি জামাতেই ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদুল ফিতর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ