বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাস্থ্যবিধি মেনে সুন্দর আবহাওয়া ও পরিবেশে যশোরে বিভিন্ন মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালের আবহাওয়া ছিল চমৎকার।
যশোরে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় যশোর কালেক্টরেট মসজিদে। করোনার পরিস্থিতির কারণে এখানে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। শহরের অন্যান্য মসজিদগুলোতে একইভাবে নামাজ আদায় হয়েছে।
নামাজ শেষে অতি পরিচিত কোলাকুলির দৃশ্য ছিল না। তবে প্রাণবন্ত কুশলাদি বিনিময় ও উচ্ছাস করতে দেখা গেছে।
নামাজ আদায়ের আগে মুসল্লিরা নিজেদের জায়নামাজ সাথে নিয়ে আসেন পাশাপাশি জীবানমুক্ত হয়ে মসজিদে প্রবেশ করেন। এরপর নিরাপদ দুরত্ব বজায় রেখে তারা শারিরীক দুরত্ব বজায় রেখে সারিবদ্ধ হয়ে বসেন। খুৎবা শোনেন এবং নামাজ আদায় করেন। নামাজ শেষে করোনা ভাইরাস থেকে আল্লাহর কাছে মুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।