Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে চীন-রাশিয়ার আহ্বান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২১, ৯:৪৪ এএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবারও (১২ মে) হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। একই সঙ্গে সেখানে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এমন অবস্থায় অবিলম্বে ফিলিস্তিনে সব ধরনের দমনমূলক কার্যক্রম থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে রাশিয়া। আর জানমালের ক্ষয়ক্ষতি থেকে বিরত থাকতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে চীন।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৪টি শিশু ও তিনজন নারী রয়েছেন। গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও তিন শতাধিক নিরীহ ফিলিস্তিনি।

এদিকে, গাজা উপত্যকায় এই আক্রমণ বন্ধের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।

তিনি বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী হামলা অব্যাহত রাখবে এবং দীর্ঘমেয়াদে পূর্ণ নীরবতা নিয়ে আসবে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছেন, যুদ্ধ আরও তীব্র হবে বলে মনে করছেন তিনি।

হামাস যুদ্ধবিরতি চাইতে পারে এমন খবরের বিষয়ে প্রশ্ন করলে এ ইসরায়েলি কমকর্তা বলেন, মনে হয় না আমার কমান্ডাররা এসব জানেন, অথবা এতে আগ্রহী।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বুধবার বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যাকা ও জেরুজালেমে ইসরায়েলি হামলার বিষয়ে টেলিফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের সঙ্গে ফোনালাপে জেরুজালেম, গাজা ও আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে থামাতে এবং ‘পাল্টা শিক্ষা’ দিতে হবে।

আঙ্কারা ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। ফিলিস্তিনিদের রক্ষায় ওই অঞ্চলে আন্তর্জাতিক শান্তিরক্ষী পাঠানোর আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। ২০১৮ সাল থেকেই অবশ্য এই প্রস্তাব দিয়ে আসছে তুরস্ক।

সূত্র: ডেইলি সাবাহ



 

Show all comments
  • মমতাজ আহমেদ ১৩ মে, ২০২১, ৯:৫০ এএম says : 0
    এই আহ্বান করে কোন লাভ নাই
    Total Reply(0) Reply
  • সফিক আহমেদ ১৩ মে, ২০২১, ৯:৫০ এএম says : 0
    পারলে কোন পদক্ষেপ গ্রহণ করুন, না হলে এই লিপ সার্ভিস দেয়া থেকে বিরত থাকুন।
    Total Reply(0) Reply
  • নয়ন ১৩ মে, ২০২১, ৯:৫১ এএম says : 0
    এখন বিশ্ব মানবতা কোথায় ?
    Total Reply(0) Reply
  • কাওসার আহমেদ ১৩ মে, ২০২১, ৯:৫২ এএম says : 0
    এখন বিশ্ব শান্তির ফেরিওয়ালারা সব ঘুমিয়ে পরেছে, তাদের মুখে কোন কথা নেই
    Total Reply(0) Reply
  • রোদেলা ১৩ মে, ২০২১, ৯:৫৩ এএম says : 0
    চীন-রাশিয়াকে ধন্যবাদ জানাচ্ছি, তারা অন্তত অন্যায়ের বিরুদ্ধে কথা তো বলেছে
    Total Reply(0) Reply
  • Nisar Ahmed ১৩ মে, ২০২১, ১২:৩০ পিএম says : 0
    Russia & China anti American. So they protested. Not for save palistaini muslims.
    Total Reply(0) Reply
  • MD Akkas ১৩ মে, ২০২১, ৪:১৪ পিএম says : 0
    রাশিয়া চীন আহ্বান জানাবে কেন! জাতিসংঘে প্রস্তাব দিতে হবে অবৈধ ইসরাইল নিবন্ধন বাতিল করা হোক এবং অর্থনৈতিক অবরোধ দেওয়া হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ