মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে আরেকটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল তারা। বৃহস্পতিবার থেকে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকরের আগেই তারা ওয়ার্দাক প্রদেশের নার্খ জেলাটি নিয়ন্ত্রণে নিয়েছে। এর আগে গত ৫ মে বাঘলান প্রদেশের বোরকা জেলাটির নিয়ন্ত্রণ নিয়েছিল তালেবান। -বিবিসি
আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সৈন্য সরানোর উদ্যোগ নেওয়ার পর সহিংসতা বেড়েছে আফগানিস্তানে।তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে জানিয়েছেন, তারা নার্খ জেলা, পুলিশের সদর দফতর, গোয়েন্দা বিভাগ ও বিশাল সেনাঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন। ''বহু শত্রু সেনা'' মারা গেছে কিংবা আহত হয়েছে। প্রদেশটির গভর্নর আব্দুল রহমান জেলাটি তালেবানের দখলে চলে যাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জেলাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।