মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে রোববার রাতে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে একটি বাসের অন্তত ১১ জন নিহত হন। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানায়। ঈদুল ফিতর উপলক্ষে তালেবানের তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে এ হামলার ঘটনা ঘটল।
জাবুল প্রদেশে চালানো এ হামলায় আরো ২৮ জন আহত হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান সাংবাদিকদের জানান।
এদিকে সোমবার ভোরে পারওয়ান প্রদেশে আরেকটি বিস্ফোরণ একটি মিনিবাসে আঘাত হেনেছে। এতে ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিদেশি সৈন্য প্রত্যাহার চলার মধ্যেই আফগানিস্তানে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। শনিবার দেশটির রাজধানী কাবুলে একটি স্কুলের সামনে গাড়ি বোমা ও মর্টার হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ১৬৫ জন আহত হন। হতাহতের অধিকাংশই ছিল ওই স্কুলটির ছাত্রী। সূত্র : বাসস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।