Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবাদ প্রকাশের জেরে ইনকিলাব সংবাদদাতাকে হুমকি

চিলমারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ৪:৫১ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে সংবাদ প্রকাশের জেরে ধরে ইনকিলাব সাংবাদিক ফয়সাল হককে হাটমালিক ফিরোজ মিয়ার নেতৃত্বে হুমকি দেয়। এ নিয়ে সাংবাদিকদের মাঝে তীব্র খোব বিরাজ করছে। জানা যায়,গত ৩ মে দৈনিক ইনকিলাবে লগডাউন উপেক্ষা করে পশুহাট শিরনামে সংবাদটি প্রকাশিত হলে নরেচরে বসে প্রশাসন তবুও স্বাস্থ্য বিধি না মেনে পশুহাট চলমান রাখে কর্তৃপক্ষ।এরই পেক্ষিতে বুধবার ৫ মে সকাল ১১ টায় পুনরায় চিলমারী জোড়গাছ বাজার পশুর হাটে সংবাদ সংগ্রহ করতে গেলে হাট পরিচালনা কমিটির নেতৃত্বে একদল সন্ত্রাসী উক্ত প্রতিনিধিকে আটক করে মোবাইল কেরে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি প্রদান করে। যদিও পরবর্তীতে এলাকাবাসির সহযোগিতায় সকল তথ্য ডিলিট করে মোবাইল টি ফেরত দিলেও এসময় সংবাদকর্মী ফয়সাল হক কে প্রাণনাশের হুমকি সহ পরবর্তীতে দেখে নেয়ার কথা বলে। বিষয়টি সাংবাদিক সমাজের মধ্যে ছরিয়ে পরলে সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে হাটমালিক ফিরোজ মিয়ার সাথে ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায় নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ এর সাথে কথা হলে তিনি কোন সদুত্তর দিতে পাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুমকি

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ