Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি সাবেক এমপি দিলদার হোসেন সেলিম আর নেই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ৪:১৯ এএম

সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম আর নেই।

বুধবার (০৫ মে) রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ নানা রোগে ভূগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।

মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিলেট নগরের মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ