মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের রাজধানীতে একটি আকাশচুম্বী ভবন থেকে পড়ে গিয়ে সুইজারল্যান্ডের এক জ্যেষ্ঠ ক‚টনীতিক নিহত হয়েছেন। তেহরানের উত্তরাঞ্চলে তিনি বসবাস করতেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ও রয়টার্স এমন খবর দিয়েছে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় (এফডিএফএ) জানিয়েছে, ইরানে তাদের একজন ক‚টনীতিক দুর্ঘটনায় মারা গেছেন। তার পরিচয় প্রকাশ না করেই সুইজারল্যান্ড জানায়, তার এই মর্মান্তিক মৃত্যুতে এফডিএফএ ও কেন্দ্রীয় কাউন্সেলর ইগনাজিও ক্যাসিস শোকাহত। তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। নিহতের পরিবার ও ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সুইজারল্যান্ড যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র মুজতবা খালেদি জানিয়েছেন, রাজধানী তেহরানের কামরানিয়েহ এলাকার একটি সুউচ্চ ভবনের ১৮ তলা থেকে পড়ে দিয়ে ৫১ বছর বয়সী ওই নারী ক‚টনীতিক নিহত হন। নিহত ক‚টনীতিক সুইস দ‚তাবাসের ফার্স্ট সেক্রেটারি ছিলেন। তবে এটি দুর্ঘটনা, নাকি আত্মহত্যা কিংবা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে কি না তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।