Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অর্ধেক কার্বন নিঃসরণ কমাবে ক্রেডিট সুইস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

কার্বন নিঃসরণ কমাতে বিশ্বজুড়ে উদ্যোগ নেয়া হচ্ছে। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে চাপ বাড়ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোয়। এ অবস্থায় ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে বিনিয়োগ সম্পর্কিত নিঃসরণ অর্ধেক কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে ক্রেডিট সুইস। জ্বালানি তেল, গ্যাস ও কয়লা প্রকল্পগুলো থেকে বিনিয়োগ সম্পর্কিত নিঃসরণ কমিয়ে আনবে সংস্থাটি। গতবছর সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটির জীবাশ্ম জ্বালানি সম্পর্কিত গ্রাহকদের কাছে প্রায় ২৬০ কোটি ডলার ঋণ বকেয়া ছিল। এ নিয়ে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়ন নিয়ে বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে ক্রেডিট সুইস। গত বছর সংস্থাটি অর্থায়ন সম্পর্কিত প্রকল্পগুলো থেকে ২ কোটি ১৯ লাখ টন কার্বন নিঃসরণ হয়েছে। অর্থায়ন সম্পর্কিত নিঃসরণ হলো আর্থিক প্রতিষ্ঠানের বিতরণকৃত ঋণ ও বিনিয়োগের সঙ্গে যুক্ত নিঃসরণ। ক্রেডিট সুইস ২০১৯ সালের শেষ দিকে পরিবেশবাদী গোষ্ঠীগুলোর চাপের পর কয়লা নিয়ে নীতি পরিবর্তন করা শুরু করে। এরপর ২০২০ সালে তাপীয় কয়লা খনি কিংবা কয়লা জ্বালানি থেকে ২৫ শতাংশের বেশি আয় করা কোম্পানিগুলোকে ঋণ দেয়া বন্ধ করে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ দিকে এ নীতি আরো কঠোর করা হয়েছিল। কয়লা কার্যক্রম থেকে ৫ শতাংশের বেশি আয় করা কিংবা নতুন কয়লা প্রকল্প শুরু করতে চাওয়া সংস্থাগুলোতেও অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত নেয় ক্রেডিট সুইস। যদিও বিনিয়োগকারী ও পরিবেশবিদরা বারবার ব্যাংককে জলবায়ু নিয়ে আরো বেশি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। সর্বশেষ গত সপ্তাহে সংস্থাটির বিনিয়োগকারীরা জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ বন্ধ করাসহ কঠোর জলবায়ু ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। ইউরোপের সবচেয়ে বড় সম্পদ ব্যবস্থাপনা সংস্থা এমুন্ডি অন্তর্ভুক্ত থাকা বিনিয়োগকারীদের একটি গ্রুপ জানিয়েছে, তারা আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠেয় ক্রেডিট সুইসের বার্ষিক সাধারণ সভায় একটি রেজল্যুশন জমা দেয়ার পরিকল্পনা করছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্ধেক কার্বন নিঃসরণ কমাবে ক্রেডিট সুইস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ