বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারী খাল রক্ষার দাবীতে মানব বন্ধনে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার ষোলঘর ইউনিয়নের জোরা দীঘির পাড় আজিজুলের বাড়ী সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ মানববন্ধন চলাকলে স্থানীয় ইউপি চেয়াম্যান আজিজুল ইসলাম ও তার লোকজন সন্ত্রাসী হামলা করে। এ ঘটনায় ষোলঘর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহের আলী মেম্বার, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জনি খান ও মানিক গুরুতর আহত হন। এ ব্যাপারে আহত আওয়ামীলীগ নেতা তাহের আলী মেম্বার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামসহ ১২জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, আড়িয়াল বিল হতে ষোলঘর বাজার দিয়ে বয়ে যাওয়া খালের কিছু অংশ গত কয়েকদিন যাবৎ দখলের উদ্দেশে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বালি দিয়ে ভরাট করছেন। খাল দখলের প্রতিবাদ জানিয়ে ষোলঘর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মনিরুল ইসলাম উজ্জলের নেতৃত্বে গত শনিবার মানববন্ধন করে। এ সময় ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলামসহ একই ইউনিয়নের ইউসুফ, আক্কাস, সাহাবুদ্দিন, অমিত, সুমন, রাজু দেওয়ান, রোমান, মামুন, আশিক, রফিকসহ অজ্ঞাত আরো ১শত জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মানব বন্ধনে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, উভয় পক্ষই মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।