বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতে আটকা পড়া বাংলাদেশিরা দলে দলে ফিরছেন দেশে। ভারতে করোনাভাইরাসের ভয়াবহতার কারণে কেউ সেখানে থাকতে চাচ্ছেন না।
এদিকে দেশে করোনা সংক্রমণ ঠেকাতে যাত্রী পারাপার বন্ধ করা হলেও চিকিৎসার জন্য ভারতে গিয়ে আটকেপড়া বাংলাদেশিদের বিশেষ বিবেচনায় আসার সুযোগ দিয়েছে সরকার। এরপর গত ২৬ এপ্রিল থেকে গতকাল রবিবার দুপুর পর্যন্ত ১ হাজার ২৬৯ জন এসেছেন।
যশোর জেলা প্রশাসন বলছে, এত বেশি বাংলাদেশি ফিরবেন, তা প্রশাসনের ধারণাতে ছিল না। ফলে যাত্রীদের চাপে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করার ক্ষেত্রে কিছুটা বিপাকে পড়তে হয়েছে। যশোরের আবাসিক হোটেলগুলোতে স্থান সংকুলান না হওয়ায় পার্শ্ববর্তী নড়াইল, ঝিনাইদহ, খুলনা ও সাতক্ষীরার হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। করোনার ভারতীয় ধরন যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
তবে ভারত থেকে আসা যাত্রীদের অভিযোগ, চিকিৎসা শেষে দেশে এসে কোয়ারেন্টাইনে থাকতে গিয়ে তারা আর্থিক সংকটসহ নানা দুর্ভোগে পড়েছেন। হোটেলের পরিবেশ ভালো না, নেই স্বাস্থ্যবিধি। নিজ বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করছেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।