Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ১২:০০ এএম

নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আব্দুর রহিম আবিরের বিরুদ্ধে ঘুষ দুর্নীতিসহ নানা অভিযোগ পাওয়া গেছে। গৃহহীনদের ঘর দেয়া, বিভিন্ন জনকে টিউবওয়েল দেয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতানোই তার বড় কাজ। কেবল ঘর, টিউবওয়েলই নয়; তিনি ছাড় দেননা ওয়ার্ডের দরিদ্রদের ভাতা দেয়ার ক্ষেত্রেও। তিনি টাকা ছাড়া কিছুই বোঝেন না জনসেবার ক্ষেত্রে এ অভিযোগ ওয়ার্ডের বাসিন্দাদের। তবে কেউ মুখ না খোলায় পার পেয়ে যাচ্ছেন ইউপি সদস্য আবির। সংখ্যালঘু অধ্যুষিত করফা ঠাকুরবাড়ি এলাকায় আবির নিয়ন্ত্রিত একটি সন্ত্রাসী চাঁদাবাজ গ্রæপের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ ইউপি চেয়ারম্যান সায়েম শেখের বিশ্বস্ত লোক ইউপি সদস্য আবির। আর এ কারণেই তার বিরুদ্ধে মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
জানা যায়, আবির ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছরে দরিদ্রদের ভাতা প্রদানে ঘুষ গ্রহণ, উন্নয়ন কাজ না করে টাকা অত্মসাৎ, সরকারি সাহায্য পাইয়ে দেয়ার কথা বলে অগ্রিম ঘুষ নিয়ে দরিদ্রদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ওই সদস্যের বিরুদ্ধে। দরিদ্র গনেশ মন্ডল ও মালতি রানিকে সরকারি ঘর পাইয়ে দেয়ার কথা বলে ২০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ করেন ওই দম্পতি। মালতি নামে অপর এক মহিলা অভিযোগ করেন, ইউপি সদস্য আবিরের সহযোগী সুদেব সিংহ গত বছর তাকে একটি ঘর দেয়ার কথা বলে ২০ হাজার টাকা নিয়েছে। ঘরের জন্য সুদেব এবং আবিরের কাছে গেলেই তারা পরবর্তী বরাদ্ধ আসার পর দিবে বলে বার বার সময় ক্ষেপণ করে এখন পর্যন্ত ঘর দেয়নি। এছাড়াও একই গ্রামের কবির নামে এক দরিদ্রকে ঘর দেয়ার কথা বলে আবির ৫ হাজার টাকা নিয়ে ঘর দেয়নি। এমনকি কবিরের টাকাও ফেরত দেয়নি।
এদিকে স্কুল শিক্ষিকা লেখা মিস্ত্রী অভিযোগ করেন, তাকে একটি টিউবওয়েল দেয়ার কথা বলে আবির ২৩ হাজার টাকা নিয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত তার টিউবওয়েল দেয়নি ওই ইউপি সদস্য। হরশিত বৈদ্যকে বয়স্ক ভাতা প্রদানে তিন হাজার টাকা নিয়েছেন আবির। এভাবে ওই ওয়ার্ডে তার সময়ে ভাতা প্রাপ্তদের প্রত্যেকেই তিন থেকে পাঁচ হাজার টাকার বিনিমিয় ভাতা পেয়েছেন বলে অভিযোগ আছে।
এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আব্দুর রহিম আবির বলেন, গত ৫ বছরে তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি। এবার নির্বাচনে প্রার্থী হওয়ার পরে তার প্রতিদ্ব›িদ্বরা চক্রান্ত করে তাদের কিছু সমর্থক দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
সারেংকাঠি ইউপি চেয়ারম্যান সায়েম শেখ বলেন, আবিরের দুর্নীতি সম্পর্কে আগে কেউ তার কাছে কোন অভিযোগ দেয়নি। ঘর এবং টিউবওয়েল দেয়ার কথা বলে কারো কাছ থেকে টাকা নিয়ে থাকলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ