Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় মোবাইল ফোনে কথা বলতে বলতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ মে, ২০২১, ৪:৪০ পিএম

মোবাইল ফোনে কথা বলতে বলতে ফোনটা বিছানার উপর রেখে গলায় ওড়নায় ফাঁস লাগিয়ে খাদিজা খাতুন (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে আজ রোববার বেলা ২টায় খুলনার ফুলতলার ডাউকোনা গ্রামে। তিনি ঐ গ্রামের রেজাউল ইসলাম সরদারের কন্যা ও এবছর জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের বিএম শাখা থেকে এইচএসসি পাস করেছেন।
পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় খাদিজার পিতা রেজাউল বাজারে এবং মা মর্জিনা বেগম আত্মীয় বাড়িতে ছিলেন। একমাত্র ভাই ও একই শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির ছাত্র টিটো বাড়ির সামনে খেলছিল। ঘটনার বিবরণ দিয়ে টিটো জানায়, ঘরের ভেতর আপা মোবাইল ফোনে কারো সাথে কথা বলছিল। কিছুক্ষণ পরে ঘরে গিয়ে আড়ার সাথে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে তাকে ঝুলতে দেখা যায়। তার ব্যবহৃত মোবাইল ফোনটা পায়ের নিচে পড়েছিল। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ