Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিশরে ইসলাম সভ্যতা নিয়ে ট্রাভেল শো

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

ইসলামী সভ্যতার অন্যতম পীঠস্থান মিশরের ঐতিহাসিক স্থান, স্থাপনা, পর্যটন ও ইসলামিক নিদর্শন নিয়ে তৈরি হয়েছে ট্রাভেল শো ‘মিশরে মুসাফির’। রমজান উপলক্ষে এটি পরিচালনা করেছেন শাহ মোল্লা লালন। এটি বাংলাভিশনে প্রতিদিন বিকাল ৪টা ৪৫ মিনিটে নিয়মিত প্রচার হচ্ছে। এরইমধ্যে শোটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। পরিচালক লালন বলেন, ভ্রমণের মধ্য দিয়ে দর্শকদের সামনে মিশর তথা মুসলমানদের নানা ঐতিহাসিক স্থান ও সংস্কৃতির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। অনুষ্ঠান নির্মাণের আগেই তথ্য সংগ্রহ করে মিশরের ঐতিহাসিক স্থানগুলোতে আমরা হাজির হয়েছি। তুলে আনার চেষ্টা করেছি মুসলমানদের ইতিহাস-ঐতিহ্য এবং অতীত। সঙ্গে বর্তমানকেও তুলে ধরছি। এতে আমরা স্থানীয় মানুষদের মন্তব্য তুলে ধরেছি। যাতে আসল ইতিহাস প্রকাশ পায়। মিশর ঘুরে পুরো শো সঞ্চালনা করেছেন মুফতি মুহাম্মদ হেদায়েতুল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিশর

২ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ