Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান অভিযানে কাতারে স্ট্যান্ডবাই বোমারু বিমান

কাবুল থেকে দূতাবাস কর্মীদের নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তোড়জোড় শুরু করেছে। এর অংশ হিসেবে তারা কাতারে দুটি বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে। প্রয়োজন হলে যাতে আফগানিস্তানে বোমা হামলা চালানো যায় সেজন্য এই ব্যবস্থা। এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী বলেছে, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে দুটি বি-৫২ হর্নেট স্ট্যাটোফোরট্রেস বোমারু বিমান পৌঁছেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দুটি বোমারু বিমান কাতারে আগে থেকে মোতায়েন অন্য দুটি বোমারু বিমানের সঙ্গে মিলে কাজ করবে। আফগানিস্তানে মার্কিন এবং ন্যাটো বাহিনীর সেনাদের প্রয়োজনীয় সুরক্ষার দায়িত্ব থাকবে এইসব বোমারু বিমান। এদিকে, আফগানিস্তানের কাবুল থেকে দূতাবাস কর্মীদের ফিরিয়ে নেয়ার কাজ শুরু করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেখানে দূতাবাস বন্ধ করে দেয়া হবে না। খুব সামান্য কর্মীকে রেখে কাজ চালানো হবে। তাদের নিরাপত্তার জন্য কিছু সেনা থাকবে। আগামী ১ মে থেকে আফগানিস্তান হতে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা রয়েছে। খবর ভিওএ’র। অপরদিকে, আফগানিস্তানের কাবুল থেকে দূতাবাসকর্মীদের দেশে ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র। এ ছাড়া সেনা প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুল থেকে দূতাবাসকর্মীদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে। তবে সেখানে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে না, অল্প কিছু কর্মী রেখে কাজ চালানো হবে। তাঁদের নিরাপত্তার জন্য কিছু সেনা থাকবে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রস উইলসন কর্মীদের দেশে ফেরত পাঠানো প্রসঙ্গে বলেছেন, ‘সহিংসতা বাড়ছে। ঝুঁকিও বেড়ে গেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দূতাবাসের কোনো পরিষেবা কমানো হচ্ছে না। আফগানিস্তানকে সব ধরনের সাহায্য করা হবে।’ দুদিন আগেই আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন জেনারেল অস্টিন মিলার জানিয়েছিলেন, মার্কিন সেনা আফগানিস্তানে কার্যক্রম গুটিয়ে নেওয়া শুরু করেছে। এবার আফগান সেনাদেরই দায়িত্ব নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই ঘোষণা করেছিলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা ১১ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরবে। আগামী ১১ সেপ্টেম্বর হলো নাইন-ইলেভেনের ২০তম বার্ষিকী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তালেবানের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তাতে ১ মে’র আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার কথা। তবে মিলার জানিয়েছেন, সেই প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে দূতাবাস থেকে কর্মী দেশে ফেরানোও। তবে মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, ‘আফগানিস্তানে ছোট আকারে দূতাবাস থাকবে। সেখানে সামান্য কয়েকজন সেনা থাকবেন দূতাবাসের সুরক্ষার জন্য।’ অপরদিকে, তালেবানের সঙ্গে আফগানিস্তান সরকারের দীর্ঘ আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি। আপাতত আলোচনা বন্ধ রয়েছে। আগামী মাসে তা আবার শুরু হবে। তাই আশঙ্কা করা হচ্ছে, মার্কিন ও ন্যাটো সেনা চলে গেলে আফগানিস্তানে আবার গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। আফগানিস্তানে বিশেষ মার্কিন দূত জানিয়েছেন, মানবাধিকতার ভঙ্গ হলে আফগানিস্তানে মার্কিন সাহায্য বন্ধ করে দেওয়া হবে। তিনি আরও জানিয়ে দিয়েছেন, তালেবান যদি জোর করে সরকার দখল করে, তা হলে তাদেরও এর ফল পেতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে তারা চাপের মুখে পড়বে, নিষেধাজ্ঞা জারি হবে। ভিওএ,ডয়চে ভেলে।

 



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২৯ এপ্রিল, ২০২১, ১২:২৯ এএম says : 0
    তোমরা চলে যাও ওদের দেশ ওরা দেখবে কি করবে না করবে,তোমাদের নাক গলাতে হবে না,
    Total Reply(0) Reply
  • বাঙালির ইজরায়েল - Israel in Bengali ২৯ এপ্রিল, ২০২১, ১:২১ এএম says : 1
    ভালো উদ্যোগ; আফগানরা যখন নিজেরাই তালেবানদের ভালোবাসে তাহলে তাই তাদের প্রাপ্য | এটা তো আর সিরিয়া না, যে আইএস পতনের পরই নারী-পুরুষ একসঙ্গে নাচ-গান করব উদযাপন করবে |
    Total Reply(0) Reply
  • Shafi Sadi ২৯ এপ্রিল, ২০২১, ১:২২ এএম says : 0
    আমার আফসোস এই তালেবানরা কেন শান্তি চুক্তি করলেন । ওনাদের উচিত ছিল সোভিয়েত ইউনিয়নে মত আমেরিকাকে চুর্ণ বিচূর্ণ করা।
    Total Reply(0) Reply
  • Mamun Ur Rashid ২৯ এপ্রিল, ২০২১, ১:২২ এএম says : 0
    কাপুরুষের মতো উপর থেকে বোমা মেরে নিরস্ত্র সাধারণ মানুষ হত্যাকারী আবার সাহসী হয় কি করে, অসভ্য আমেরিকান সৈন্য ও তাদের দালালদের জন্য একরাশ লজ্জা ঘৃণা
    Total Reply(0) Reply
  • Hasan Mia ২৯ এপ্রিল, ২০২১, ১:২৩ এএম says : 0
    কি পরিবর্তন এরা আফগানিস্তান এ আনতে পারলো? কি উন্নতি এরা আফগানিস্তান এ করলো? শুধু শুধু হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করলো!
    Total Reply(0) Reply
  • Md Rony Billah ২৯ এপ্রিল, ২০২১, ১:২৩ এএম says : 0
    তালেবানের কাছে সবাই লেজ গুটিয়ে পালিয়ে যায়।
    Total Reply(0) Reply
  • Imran Selim ২৯ এপ্রিল, ২০২১, ১:২৩ এএম says : 0
    ঘরের ছেলে ঘরে ফেরাই ভালো, পরের বাড়ি মাস্তানি করে উত্তম - মাধ্যম খাওয়া ভালো না।
    Total Reply(0) Reply
  • Mufti mostafkamal qasemi ২৯ এপ্রিল, ২০২১, ৮:৪৭ এএম says : 0
    আল হামদু লিল্লাহ আফগান তথা হাদীসে বর্ণিত খোরাসান ইমাম মাহদীর জন্য তৈরী হচ্ছে ৷قال رسول الله صلى الله عليه وسلم اذا رإيتم الراية السادة من قبل خراسان فاتوها فان فيهاخليفةالله المهدي
    Total Reply(0) Reply
  • Dadhack ২৯ এপ্রিল, ২০২১, ১১:৫১ এএম says : 0
    May Allah destroy all military weapon. Ameen
    Total Reply(0) Reply
  • md Hasnian ৩০ এপ্রিল, ২০২১, ১০:৫৩ পিএম says : 0
    আমরিকা নেটো জোট হটাও
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ