Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের অর্থনীতি প্রবৃদ্ধির গতি অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

কভিড-১৯ মহামারীর ধকল সামলে দৃঢ়ভাবে ঘুরে দাঁড়িয়েছে চীনা অর্থনীতি। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রেকর্ড বৃদ্ধির সাক্ষী হয়েছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতি। শক্তিশালী রফতানি ও গ্রাহক ব্যয় এবং ক্রমবর্ধমান ব্যবসায়িক আত্মবিশ্বাসের উন্নতির বিষয়গুলো দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করেছে। অর্থনীতির আটটি প্রাথমিক স‚চক অনুযায়ী, মার্চ থেকে চীনা অর্থনীতির দৃঢ় স¤প্রসারণ অব্যাহত রয়েছে। পাশাপাশি গত বছরের এপ্রিলের তুলনায় এ মাসে কিছু স‚চকে ব্যাপক বৃদ্ধি দেখা যাচ্ছে। খবর বøুমবার্গ। ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা সংস্থা স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসির পাঁচ শতাধিক সংস্থার ওপর পরিচালিত একটি জরিপে দেখা গেছে,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোর (এসএমই) মধ্যে টানা দ্বিতীয় মাসের মতো আত্মবিশ্বাস বেড়েছে। বিষয়টি প্রথম তিন মাসের তুলনায় বছরের দ্বিতীয় প্রান্তিকে আরো শক্তিশালী পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থনীতিবিদ ল্যান শেন ও ডিং চুয়াংয়ের মতে, রফতানিমুখী এসএমইগুলোয় দ্রæত উৎপাদন ও উৎপাদন খরচের মতো বিষয়গুলো অভ্যন্তরীণ এসএমইগুলোকে ছাড়িয়ে গেছে। পরিবহন ও লজিস্টিক, তথ্যপ্রযুক্তি, বাণিজ্যিক পরিষেবা শিল্পের হাত ধরে দেশটির পরিষেবা খাত দ্রæতগতিতে এগিয়ে চলেছে। প্রতিরোধম‚লক ব্যবস্থা তুলে নেয়া ও টিকাদান কার্যক্রমের জন্য পরিষেবা খাতের উন্নতি হয়েছে। তবে ক্যাটারিং ও আবাসন খাত এখনো দুর্বল রয়ে গেছে। এছাড়া বর্তমানে রফতানি চাহিদা স্থিতিশীল থাকলেও দেশীয় চাহিদা বাড়তে শুরু করেছে। প্রথম প্রান্তিকের মতো এখনো বিশ্বজুড়ে ক্রমাগতভাবে চীনা পণ্যের চাহিদা বাড়ছে। যেমন চলতি মাসের প্রথম ২০ দিনে দক্ষিণ কোরিয়ায় চীনের রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেড়েছে। এটি ২০২১ সালে সবচেয়ে দ্রæত বৃদ্ধির রেকর্ড। বøুমবার্গের ইকোনমিকসের ম‚ল্য ট্র্যাকারের মতে, বিশ্বজুড়ে তীব্র চাহিদা চীনা পণ্যের দামও বাড়িয়ে দিচ্ছে। চীনে উৎপাদক পর্যায়ের ম‚ল্যস্ফীতি ২০১৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। গত ফেব্রæয়ারিতে কপারের দাম নয় বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল। রডের মজুদ কমে গেলেও চীনে স্টিলের দাম রেকর্ড বেড়েছে। অন্যান্য অর্থনৈতিক স‚চকের মতো এপ্রিলে দেশটির শেয়ারবাজারেও বড় উত্থান দেখা গেছে। চীনা মেইনল্যান্ডের ৩০০ সংস্থার বেঞ্চমার্ক স‚চকটি ৫ হাজার ১০০ পয়েন্টের উপরে চলে গেছে। এ মাসে দেশটিতে আবাসন খাতের বিক্রি প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বøুমবার্গ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ