Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার লিগ হল অফ ফেম শিয়েরা-অঁরিকে দিয়ে যাত্রা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

নিজেদের ইতিহাসের সেরাদেরকে সম্মানিত করতে এবার কর্তৃপক্ষ এবার প্রবর্তণ করেছে ‘প্রিমিয়ার লিগ হল অফ ফেম’-এর। প্রথম দুই খেলোয়াড় হিসেবে এতে নাম লিখিয়েছেন অ্যালান শিয়েরা ও থিয়েরি অঁরি। প্রথমজনের কীর্তি, প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। দ্বিতীয়জন? তিনি রেকর্ড চারবার হয়েছেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা। হল অফ ফেমের প্রথম দুইজন হিসেবে শিয়েরা-অঁরি জুটি ছাড়া আর কে যথার্থ হতো? প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বলছে, ‘১৯৯২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ব্যতিক্রমী স্কিল ও প্রতিভা দিয়ে যারা প্রিমিয়ার লিগের মান উন্নত করেছেন, হল অফ ফেম তাদেরকেই সম্মানিত করবে। প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এটাই হতে যাচ্ছে খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ সম্মাননা।’

প্রিমিয়ার লিগে ১৪ মৌসুম খেলে ২৬০ গোল করেছেন শিয়েরা। আর অঁরি ২৫৮ ম্যাচে ১৭৫ গোল করেছেন, এ পথে তিনি জিতেছেন চারটি গোল্ডেন বুট পুরস্কার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিমিয়ার লিগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ