Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝাড়খন্ডে রেল লাইন উড়িয়ে দিলো মাওবাদীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

এবার ঝাড়খন্ডে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা। এর ফলে বিপর্যস্ত হয় ট্রেন পরিষেবা। বহু স্টেশনে আটকে থাকে ট্রেন। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। তবে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, মাওবাদীদের নজর ছিল আজাদ হিন্দ এক্সপ্রেসে। সেই কারণেই ঝাড়খন্ডের চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের লোটাপাহাড় ও সোনুয়া স্টেশনের মাঝে রেল লাইনে ল্যান্ডমাইন বিছিয়ে রাখা হয়। রাত ২টা নাগাদ বিস্ফোরণে উড়ে যায় রেল লাইনের কিছুটা অংশ। খবর পাওয়া মাত্রই চক্রধরপুর ডিভিশনে আটকে দেওয়া হয় সমস্ত ট্রেন। ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশের আধিকারিক ও আরপিএফরা। তারপরই শুরু হয় কাজ। সূত্রের খবর, রাতেই একটি মালগাড়ির চালক প্রথমে বিস্ফোরণের শব্দ পান। তিনিই খবর দেন হেডকোয়ার্টারে। সেই কারণে স্টেশনেই আটকে দেওয়া হয় আজাদ হিন্দ এক্সপ্রেস। ফলে সফল হতে পারেনি মাওবাদীরা। রেলের তরফে জানানো হয়েছে, অতি শীঘ্রই রেল পরিষেবা স্বাভাবিক হবে। সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাওবাদী

১২ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ