মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিহারের গয়ার বারাচট্টি জঙ্গলে অভিযান চালিয়ে মাওবাদী জোনাল কমান্ডার সহ মোট তিন জনকে হত্যা করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। শনিবার গভীর রাত থেকে জঙ্গলে সেনা-পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলে। তাতেই নিহত হয়েছেন ওই তিন মাওবাদী। জানা গেছে, জঙ্গলের কাছেই বিভিন্ন গ্রামে ঢুকে প্রায়ই মাওবাদীরা হামলা চালাচ্ছে বলে বিগত বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল পুলিশের কাছে। শনিবার রাতেও গ্রামে ঢুকতে পারে মাওবাদীদের দল। আগাম এই খবর পেয়েই শনিবার পাটনা থেকে ১০০ কিমি দূরের বারাচট্টি জঙ্গলে তল্লাশি শুরু করে সেনা-পুলিশ বাহিনী। এরপরই শুরু হয় উভয় পক্ষের গুলির লড়াই। এনকাউন্টারে নিহত হয় মাওবাদী জোনাল কমান্ডার অলোক যাদব ও আরও দু’জন। মৃতদের থেকে অত্যাধুনিক এ কে ও ইনসাস সিরিজের রাইফেল উদ্ধার হয়েছে। ২০৫ নম্বর কোবরা ব্যাটেলিয়ানের সদস্যদের নেতৃত্বে এই অভিযান চলে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, বিহার ও ঝাড়খন্ডের বেশিরভাগ মাওবাদী হামলার নেতৃত্বে থাকতেন অলোক যাদব। নতুনদের প্রশিক্ষণ থেকে হামলার ব্লু-প্রিন্ট তৈরিতে সিদ্ধহস্ত ছিল অলোক।
সূত্র : টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।