Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাও হামলায় দুই কমান্ডো নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভারতের কোবরা বাহিনীর সঙ্গে মাওবাদীদের তুমুল লড়াই হয়েছে। এতে এক মাওবাদী নিহত হয়েছেন। মাওবাদীদের পাল্টা গুলিতে আহত হন ছয় কোবরা জওয়ানও। পরে তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের বস্তার এলাকায়। স্থানীয় প্রশাসন স‚ত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রোববার রাতে খবর আসে বস্তার ডিভিশনের একটি গ্রামে বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছেন। এরপরই রাত থেকে বস্তার এলাকার বিস্তীর্ণ জঙ্গলে তল্লাশি শুরু করেন কোবরা বাহিনীর জওয়ানরা। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ তারা বিজাপুর ও সুকমা জেলার সীমান্তে অবস্থিত ইরাপল্লী গ্রামের জঙ্গলে টহলদারি করছিলেন। আচমকা ঝোঁপের আড়াল থেকে তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা মাওবাদীরা। পাল্টা জবাব দেন কোবরা জওয়ানরাও। উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর আচমকা সব চুপচাপ হয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালানোর পর এক মাওবাদীর মৃতদেহ ও একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পালিয়ে যাওয়া বাকি মাওবাদীদের সন্ধানে ওই এলাকার জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছে। এ প্রসঙ্গে সিআরপিএফ -এর এক সিনিয়র কর্মকর্তা জানান, বস্তার ডিভিশনের ইরাপল্লী গ্রামে মাওবাদীদের সঙ্গে কোবরা জওয়ানদের গুলির লড়াই চলছে। এখনও পর্যন্ত এক মাওবাদীর নিহত হওয়ার খবর মিলেছে। গুলির লড়াই চলার সময় ছয় জওয়ানও জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখানে দুজনের মৃত্যু হয়। গত শুক্রবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া শহরে অভিযান চালিয়ে পাঁচ মাওবাদীকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে দুজন মাওবাদীদের অ্যাকশন টিমের সদস্য। সোধি ভীমা (২৯) ও সোধি নন্দা (২০) নামে ওই দুই যুবকের সন্ধান দিতে পারলে দুই লক্ষ টাকা করে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। ওই দুজনের সঙ্গে আটক বাকি তিনজন ছিল নাবালিকা। এসএএম।

 



 

Show all comments
  • jack ali ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৯ পিএম says : 0
    Excellent....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাওবাদী

১২ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ