Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছত্তিশগড়ে মাওবাদীদের গুলিতে ২ পুলিশের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ৩:১৯ পিএম

মধ্য ভারতের রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীরা হামলা চালিয়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত দুই পুলিশ সদস্য। তাছাড়া এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় বিজাপুর জেলায় আচমকা এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
রাজ্য পুলিশের এক মুখপাত্র বলেন, ‘এ দিন ক্যাম্প থেকে নিয়মিত টহলে যাচ্ছিলেন আমাদের সদস্যরা। এ সময় তাদের ওপর কোনো ধরনের উস্কানি ছাড়াই আচমকা মাওবাদী বিদ্রোহীরা চোরাগোপ্তা হামলা চালাতে শুরু করে।’
প্রশাসনের এ কর্মকর্তা এও বলেছিলেন, ‘মূলত তখনই দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির সূত্রপাত হয়। আর এতেই ঘটনাস্থলে বাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়। তাছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত আরও এক পুলিশকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’
এদিকে পুলিশ সূত্রের বরাতে জানা যায়, বেশ কিছুদিন যাবত দেশটির কেন্দ্রীয় পুলিশের সহায়তায় রাজ্য পুলিশ ছত্তিশগড়ের বিভিন্ন জঙ্গলে মাওবাদী বিদ্রোহীদের নিধনে অভিযান পরিচালনা করে আসছে। মূলত এ ব্যবস্থা গ্রহণের পরপরই রাজ্যটিতে মাওবাদীদের হামলার ঝুঁকিও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
অপরদিকে পরিচয় গোপন রাখার শর্তে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য শাখার এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা এখানে নিজেদের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কার মধ্যে আছি। কেনোনা প্রায়ই আমাদের ওপর নানা ধরনের হামলার ঘটনা ঘটে। তাছাড়া এমন কোনো দিন নেই যে আমারা নানা স্থান থেকে হত্যার হুমকি পাই না।’
বিজেপির এ জ্যেষ্ঠ নেতা এও বলেছিলেন, ‘দেশে এখন পুরোদমে চলছে নির্বাচন। এরই মধ্যে প্রথম ধাপের লোকসভা নির্বাচনের মাত্র দুইদিন আগে গত ৯ এপ্রিল রাজ্যের দন্তেওয়ারা এলাকায় মাওবাদী বিদ্রোহীরা আমাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালিয়েছিল। মূলত তখন ঘটনাস্থলেই বিজেপির এই রাজ্যের বিধায়ক ভীমা মাণ্ডবী ও তার চার নিরাপত্তা রক্ষী প্রাণ হারিয়েছিলেন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাওবাদী

১২ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ