Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালকানগিরিতে পুলিশের সাথে সংঘর্ষে ৫ মাওবাদী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ৮:৩৩ পিএম | আপডেট : ১২:১১ এএম, ৬ নভেম্বর, ২০১৮

ওড়িশার মালকানগিরিতে মাওবাদী দমন অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ মাওবাদী নিহত হয়েছে। তাদের মধ্যে দু’জন মহিলাও রয়েছে।
অতিরিক্ত ডিজিপি (মাওবাদী দমন) আরপি কোচে জানান, যে অঞ্চলে এই সংঘর্ষ চলে সেই মালকানগিরি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সীমানায়। সোমবার মাওবাদী দমনকারী একটি বিশেষ দল দু’ভাগে হয়ে ওড়িশার বেজিংওয়াড়া জঙ্গলে অভিযান চালায়। তখনই মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। দু’পক্ষের গুলি বিনিময় শুরু হয়। সেই সংঘর্ষেই পাচ মাওবাদীর মৃত্যু হয়েছে। ওই এলাকা থেকে দুইটি ইনসাস রাইফেল, একটা এসএলআর, একটা ৩০৩ রাইফেল এবং একটা হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতেরা প্রত্যেকেই কালিমেলা দালাম ডিভিশনের মাও নেতা রণদেবের দলের লোকজন। পুলিশের সঙ্গে যখন মাওবাদীদের সংঘর্ষ চলছিল, সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রণদেবও। কিন্তু তাকে ধরা যায়নি। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাওবাদী

১২ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ