ঝালকাঠির রাজাপুরে অবৈধ বেহুন্দী জাল দিয়ে পোনামাছ শিকারের অপরাধে দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের বিষখালী নদীর নিজামিয়া ও উত্তর পালট এলাকায় রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন আটক করে আজ তাদের এ দণ্ড প্রদান করেন। এ সময় অবৈধ ৭টি বেহুন্দী জাল ও একটি ছোট কাঠের ট্রলার জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো পার্শ্ববর্তী বাখেরগঞ্জ উপজেলার রুপারজোর এলাকার মৃত কাঞ্চন নিকারীর ছেলে মো. হেলাল নিকারী (৩০), মৃত রুপ গাজীর ছেলে মো. শহিদ গাজী (৪০)।কারা দন্ড প্রাপ্তদের আজ ২৬ এপ্রিল দুপুরে ঝালকাঠি কারাগাড়ে প্রেরন করেছে রাজাপুর থানা পুলিশ।