Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জম্মু ও কাশ্মীর ইস্যু ইইউ ফোরামে উঠাবেন সালভিনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ভারতের অবৈধ দখলীকৃত জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) মানুষের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করেছেন ইতালির সাবেক উপপ্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন জোটের নেতা মাত্তিও সালভিনি। তিনি বলেছেন, জম্মু-কাশ্মীরে মানবাধিকারের যে লঙ্ঘন হচ্ছে এবং মানুষ তাতে দুর্ভোগ পোহাচ্ছে তা তিনি ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন ফোরামে তুলে ধরবেন। উল্লেখ্য, ইতালির পার্লামেন্টে দ্বিতীয় বৃহৎ দল নর্দান লিগের নেতা সালভিনি। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদের মধ্যে অনেক বছর ধরেই তিনি সক্রিয় রয়েছেন। ইতালিতে পাকিস্তানি রাষ্ট্রদ‚ত জাওহার সালিমের সঙ্গে এক বৈঠকে কাশ্মীর অঞ্চলে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামাবাদের যে প্রচেষ্টা তার প্রশংসা করেন সালভিনি। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ সব দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারের গভীর আগ্রহ প্রকাশ করেন তিনি। মুখোমুখি এই আলোচনায় উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের বিষয়ে উভয় পক্ষই ইচ্ছা প্রকাশ করে। এতে ইতালি সফরের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানান মাত্তিও সালভিনি। অন্যদিকে নর্দান লিগের এ নেতাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানি রাষ্ট্রদ‚ত সালিম। ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ