নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাকালে লকডাউনের মধ্যেও খেলা ও অনুশীলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। এরই ধারাবাহিকতায় শনিবার সিঙ্গাপুর ওপেন অনলাইন শুটিং প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের শুটাররা।
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে শাকিল আহমেদ ৫৭০ স্কোর করে ফাইনালে উঠেন। পরে ফাইনালে তিনি ১১৩.৯ স্কোর করে অষ্টম হন। পিস্তল ইভেন্টে ছয় দেশের ২৬ শুটার অংশ নেন। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে রিসালাতুল ইসলাম কোয়ালিফাই রাউন্ডে ৬১৯.২ এবং ফাইনালে ১২০.৮ স্কোর করে অষ্টম হয়েছেন।
নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে সৈয়দা আতকিয়া হাসান দিশা ৬২২.৫ স্কোরে ফাইনালে কোয়ালিফাই করলেও সেরা হওয়ার লড়াইয়ে ১৪৪.২ স্কোর করে সপ্তম হন। এই ইভেন্টেও ছয় দেশের ২১ জন পুরুষ এবং ৩১ জন নারী শুটার অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।