প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শুটিংয়ে শৃঙ্খলা ফেরাতে নিয়ম করা হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে টিভি নাটকের শুটিং শেষ করতে হবে। এটি করা হয়েছিল গভীর রাত পর্যন্ত শুটিং করা নিয়ে। শিল্পীরাও অভিযোগ করছিলেন। ফলে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) সিদ্ধান্ত নেয়, শুটিংয়ের আগে সবাইকে চুক্তি স্বাক্ষর করতে হবে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করা হয়। তবে এর ব্যত্যয় ঘটে। সম্প্রতি পুনরায় নোটিশ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, মিডিয়ার সামগ্রিক নিয়ম, শৃঙ্খলা ও সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখার স্বার্থে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন সকল প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে যথাযথ নিয়ম অনুসরণ করে নির্মাণ কাজ সচল রাখার আহ্বান জানাচ্ছে। শুটিং সময়সীমা পূর্বের ন্যায় রাত ১১টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। তবে প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ বিভ্রাট, শিল্পী কলাকুশলীদের অসুস্থতা, কাহিনীর বিশেষ প্রয়োজনে উল্লেখিত সময়সীমা উক্ত ইউনিটের সকল শিল্পী কলাকুশলীরা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করবেন। তবে এ নোটিশ নিয়ে সন্তুষ্ট নন কোনো কোনো নির্মাতা। কারণ শিল্পীরা কয়টার মধ্যে সেটে হাজির থাকবেন সে বিষয়ে নোটিশে কিছু উল্লেখ করা হয়নি। এফটিপিও চেয়ারম্যান অভিনেতা মামুনুর রশীদ নতুন নোটিশের বিষয়ে বলেন, এই নিয়ম আগে থেকেই ছিল। শুনেছি, কিছু শিল্পী বিলম্বে আসে। এটা নিয়ে অভিযোগ আছে; তাই সবাইকে সতর্ক হতে বলছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।