Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ চাকার ড্রাম ট্রাকের অবাধ বিচরন : ৫০ হাজার টাকা জরিমানা দিনাজপুর অফিস ॥

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ৬:০১ পিএম

যত্র তত্র দশ চাকা’র ড্রাম ট্রাকের ব্যবহার বেড়ে গেছে। মহাসড়কের ব্যবহার কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক এখন শহরের রাস্তায় অবাধে চলাচল করছে। ফলে আতংকের পাশাপাশি জানযট এবং রাস্তার আয়ুকাল কমছে। এসব ট্রাক এখন দিনাজপুরের বিভিন্ন বালু মহাল থেকে অবাধে বালু পরিবহন করছে শহরের আনাচে-কানাচে। শনিবার জেলার বীরগঞ্জ উপজেলার বলদিয়াপাড়া ঘাট থেকে ১০ চাকার ড্রাম ট্রাক দিয়ে অবৈধভাবে বালু সরবরাহ করায় ঘাট ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া ঘাটে আজ শনিবার দুপুরে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। আদালতে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডালিম সরকার।

জানা গেছে, চলতি পহেলা বৈশাখ থেকে ১ বছরের বলদিয়াপাড়া ঘাটটি ইজারা নেন নয়ন কন্সট্রাকশনের স্বত্বাধিকারী নুর-এ আলম সিদ্দিকী নয়ন। ঘাটটি ইজারা নেয়ার পর থেকে ১০ চাকার ড্রাম ট্রাক দিয়ে অবৈধভাবে বালু বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। বিষয়টি এলাকাবাসী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি গণস্বাক্ষর অভিযোগ দাখিল করেন।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঘাটে গিয়ে ৩টি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে ঘাটের ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ট্রাক ৩টি ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে ঘাট ইজারাদার একই ধরনের অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ