Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তেজনা কমাতে ইউক্রেনের প্রেসিডেন্টকে মস্কো সফরের আহ্বান পুতিনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ১১:৩১ এএম

রুশপন্থি গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ দনবাস এলাকা নিয়ে সামরিক উত্তেজনা কমাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমিরি জিলেনস্কিকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। জিলেনস্কি পূর্ব ইউক্রেনের উত্তেজনা কবলিত দোনবাস এলাকায় পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করার পর রুশ প্রেসিডেন্ট এ আমন্ত্রণ জানান।

গতকাল শুক্রবার ক্রেমলিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, 'যদি ইউক্রেনের প্রেসিডেন্ট জিলেনস্কি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান তবে তার সঙ্গে আমি যেকোনো সময় মস্কোয় সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছি।'
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেন সরকার বিগত বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ‘ধ্বংস’ করতে বহু পদক্ষেপ নিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা যদি দোনবাস অঞ্চলের উত্তেজনা নিয়ে কথা বলতে চান তাহলে তাদেরকে আগে (স্বঘোষিত) দোনেস্ক ও লুহানেস্ক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে।
ইউক্রেনের ক্ষমতায় পাশ্চাত্যপন্থি সরকার ক্ষমতায় আসার পর দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে উত্তেজনা শুরু হয়। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এই অঞ্চলের সহিংসতায় প্রায় ১৪ হাজার মানুষ নিহত হয়েছে। দোনবাসের সীমান্তবর্তী ক্রিমিয়া উপত্যকায় রাশিয়া সাম্প্রতিক সময়ে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে এবং সামরিক মহড়া চালিয়েছে। এ ব্যাপারে মস্কোকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার ইউক্রেনীয় সীমান্ত থেকে রাশিয়ার সেনাদের প্রত্যাহারের প্রশংসা করে বলেছেন, এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাস পেয়েছে। তিনি অবশ্য সংশয়ী সুরে তার সশস্ত্র বাহিনীকে ‘সতর্ক’ থাকার এবং রাশিয়ার টানাপোড়েন সত্ত্বেও সতর্ক থাকার জন্য সতর্ক করেছিলেন। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ