Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক স্বামীর সৎবাবাকে বিয়ে করলেন নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

কিছু বিয়ে স্বর্গই যেন নির্ধারণ করে দিয়েছে। এমন বিয়ে মানুষের কাছে রূপকথার মতো। অনেক গল্প দেখতে এবং শুনতে ভালোবাসে বিশ্ব। কিন্তু কিছু বিয়ে এমন সিদ্ধান্ত এবং আবেগ থেকে নেয়া হয়, যার কোনও ব্যাখ্যা নেই। এটা তেমনই একটি বিয়ের গল্প। একজন নারী তার সাবেক স্বামীর সৎবাবাকে বিয়ে করেছেন। ওই ব্যক্তি এই নারীর চেয়ে ৩০ বছরের বড়। তার বয়স যখন ১৬ তখন জেফের সঙ্গে প্রথম দেখা হয় তার। এরিকা কুইগল নামের ওই নারী এখন ৩১ বছরের যুবতী এবং জেফের বয়স ৬০ বছর। ওই সময় জেফের সৎ মেয়ের বান্ধবী ছিল এরিকা। পরে নিজের প্রথম স্বামী জেফের সৎ ছেলের সঙ্গে এরিকার পরিচয় হয়। কিন্তু কয়েক বছর তার প্রথম স্বামী জাস্টিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এরিকা এবং বুঝতে পারেন যে জেফের জন্য তার অনুভ‚তি আছে। বিয়ের কয়েক বছরের মধ্যে জাস্টিনের সঙ্গে এরিকার দ‚রত্ব তৈরি হয়। জাস্টিনের সঙ্গে বিচ্ছেদের পর নিজের সন্তান নিয়ে জেফের সঙ্গে থাকতে শুরু করেন এরিকা। কিছু বুঝে ওঠার আগেই একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে পড়েন তারা। এরপর ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এখন তাদের ঘরে একটি সন্তানও জন্ম নিয়েছে। সেই সন্তানের নাম ব্রেক্সলি। ডেইলি মেইল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ