Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিছিয়ে গেল তুরস্কে আফগান-তালেবান শান্তি আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ১০:১২ এএম

আগামী ২৪ এপ্রিল তুরস্কে আফগান সরকার ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটি আপাতত পিছিয়ে দেয়া হয়েছে। পবিত্র রমজান মাসের পর তা হতে পারে। আজ বুধবার (২১ এপ্রিল) সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আফগান সরকারের সিনিয়র এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ে ইস্তাম্বুলের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না। কারণ, সেখানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে তালেবানরা।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৪ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে আফগান সরকার ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা ছিল। এতে পূর্ণ সমর্থন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এমনকি সেই অনুযায়ী তারা আফগানিস্তান থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নেওয়ারও ঘোষণা দেয়।

এর আগে গত বছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় প্রথমবারের মতো শান্তি আলোচনায় বসে আফগান সরকার ও তালেবান প্রতিনিধিরা। কাতারের দোহায় বেশ কয়েক দফায় এটি অনুষ্ঠিত হয়। এবার সেটি তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি হাউস কমিটিকে বলেছেন, ''তালেবানের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার সন্দেহ আছে। দেখা যাক, শেষ পর্যন্ত তালেবান কী করে। যদি তারা আফগানিস্তানের আন্তর্জাতিক স্বীকৃতি চায়, তাহলে তাদের চুক্তি মেনে চলতে হবে।''

তিনি জানিয়েছেন, ''আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর প্রতিবেশী কোনো দেশে গোয়েন্দা রাখার বিকল্প ভাবনা অ্যামেরিকা খতিয়ে দেখছে। তাহলে সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের উপর নজর রাখা যাবে এবং কোনো বিপদ এলে তার দ্রুত মোকাবিলা করা যাবে।''

মার্কিন জেনারেল বলেছেন, তারা ওই অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাবেন। তালেবানের কাজকর্মের উপরেও নজর রাখা হবে। তাদের চাপেও রাখা হবে। সূত্র : এএফপি, রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ