Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সুষ্ঠু বৈশ্বিক শৃঙ্খলার আহবান শি জিনপিংয়ের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রæতা যখন আরো গভীর হয়েছে তখন এক ন্যায়পরায়ণ বিশ্বের আহবান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার তিনি বিশ্ব শাসনের বর্তমান ক্ষমতা কাঠামো প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিভিন্ন ইস্যুতে চরম উত্তেজনা বিরজ করছে। এমন অবস্থায় বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শি। এতে তিনি কিছু দেশের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিচ্যুত হওয়ার কারণে তাদের সমালোচনা করেন। তিনি বলেন, ওইসব দেশের এমন আচরণ অন্যদের ক্ষতির কারণ হবে। আদতে তা থেকে কেউই সুবিধা পাবে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দীর্ঘ সময় ধরে বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কারের আহবান জানিয়ে আসছে চীন। এতে মুষ্টিমেয় কিছু বড় দেশের পরিবর্তে পারস্পরিক বিভিন্ন ইস্যু এবং আন্তর্জাতিক স¤প্রদায়ের ম‚ল্যবোধের প্রতিফলন ঘটবে। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন বড় দেশের সঙ্গে বিশ্ব শাসন নিয়ে বার বার সংঘাতময় অবস্থানে চলে আসে চীন। এর মধ্যে রয়েছে মানবাধিকার থেকে অন্য দেশের ওপর চীনের অর্থনৈতিক প্রভাব বিস্তারের ঘটনা। শি জিনপিং বলেন, বিশ্ব চায় ন্যায়বিচার। কারো আধিপত্য নয়। তিনি আরো বলেন, কোন একটি বড় দেশকে বড় দেশ হিসেবে দেখা যেতে পারে। কিন্তু তাদের কাঁধেও থাকতে হবে অধিক দায়। শি তার এ বক্তব্যে কোনো দেশের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ না করলেও তিনি যে যুক্তরাষ্ট্রের আধিপত্যের দিকে ইঙ্গিত করেছেন তা স্পষ্ট। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ