Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেফতারকৃত আলেমদের অবিলম্বে মুক্তি দিতে হবে- ইসলামী আন্দোলন ঢাকা মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ৭:৪৪ পিএম

শীর্ষ আলেমদের অব্যাহত গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, রমজানে আলেমদের গ্রেফতার করে সরকার জুলুমের সকল সীমা অতিক্রম করেছে। সরকারকে অবশ্যই এই জুলুম-নির্যাতন বন্ধ করে গ্রেফতারকৃত আলেমদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আজ সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে পাঁচ শ্রমিকের মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তার পরিবর্তে মানুষ হত্যা করাটাই যেনো পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে জনগণের করের টাকায় কেনা বুলেট জনগণের বুকে মারার হিসাব প্রশাসনকে একদিন দিতেই হবে।

মাওলানা ইমতিয়াজ আলম আরো বলেন, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, করোনা মহামারি নিয়ন্ত্রণ ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে সরকার একেরপর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এতে জনগণ ফুঁসে উঠছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের সহ্যের সীমা অতিক্রম করলে জনগণ রাস্তায় নেমে আসবে। জরুরি বৈঠকে নগর সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারী ডা. শহীদুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২০ এপ্রিল, ২০২১, ২:১১ এএম says : 0
    ঈদের পরে সবাই মিলে আলেমদের উদ্ধার করুন সবাই মিলে ..............
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ