Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনে দিনাজপুরে দ্বিগুণ বেড়েছে সবজির দাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ৪:৪১ পিএম

বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।বাজারে গিয়ে দেখা গেছে লকডাউনের অযুহাতে কোন কোন সবজির দ্বিগুণের চেয়েও বেশী দাম বেড়েছে। দ্রুত দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।
দিনাজপুরের হিলি বাজার ঘুরে দেখা যায়, লকডাউনের আগের দিনে প্রতিটি সবজির দাম যা ছিলো, তা লকডাউনের সরবরাহ কম অযুহাতে দ্বিগুন বেড়েছে। দুই দিনের ব্যবধানে ৩০ টাকা কেজি দরের বেগুন এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা। ৮ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা ও ৪০ টাকার পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ঢেঁরস ছিলো ২৫ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৫০ টাকা, ১০ টাকা পিচের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা। এছাড়াও অন্যান্য সবজির দামও দ্বিগুন বেড়েছে।

সবজি কিনতে আসা ভ্যান চালক আসাদুল বলেন, 'লকডাউনের কারণে তেমন রোজগার নেই। বাজারে এসে দেখি সব সবজির দাম বেড়েছে। আমরা গরীব মানুষ দিন আনি দিন খায়। এভাবে সবজির দাম বাড়লে পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচবো।'

সফিক নামে এক সবজি ক্রেতা বলেন, 'হঠাৎ এত দাম বাড়লে, সাধারণ মানুষ কিভাবে চলবে, বুঝি না।তাই প্রশাসনের কাছে বাজার মনিটরিং-এর দাবি জানাচ্ছি। পাইকারি সবজি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, লকডাউনের কারণে বাজারে সবজির সরবারহ কম হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। আমরা বাহিরের বাজার থেকে বেশি দামে কিনছি, তাই বাজারে বেশি দামে বিক্রি করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সবজির দাম

২৩ ফেব্রুয়ারি, ২০২২
২১ সেপ্টেম্বর, ২০১৯
৫ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ