মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের শিনজিয়াং অঞ্চলের এক কয়লা খনির একটি অংশ প্লাবিত হওয়ায় পর সেখানে ২১ জন শ্রমিক আটকা পড়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর আট শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয় জরুরি বিভাগের উদ্ধৃতি দিয়ে রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর খনিটির একটি অংশ প্লাবিত হলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন শিনজিয়াংয়ের হুতুবি কাউন্টির ওই খনিটিতে ২৯ শ্রমিক কাজ করছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। পৃথক আরেকটি প্রতিবেদনে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গেøাবাল টাইমস জানিয়েছে, যারা আটকা পড়েছেন তাদের মধ্যে রোববার পর্যন্ত ১২ জনের অবস্থান শনাক্ত করা গেছে এবং তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে, বাকি নয় শ্রমিক কোথায় আছেন তা নিশ্চিত হয়নি। তবে তাদের অবস্থান নির্ণয় করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। বিশ্বের মধ্যে চীনের খনিগুলোতেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। জানুয়ারিতে দেশটির শ্যানডং প্রদেশের একটি সোনার খনিতে বিস্ফোরণে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছিল। এর আগে ডিসেম্বরে চংকিং শহরের কাছে আরেকটি খনিতে আটকা পড়া ২৩ শ্রমিকের মৃত্যু হয়েছিল। এর তিন মাস আগে একই এলাকার পৃথক আরেকটি খনিতে ১৬ জন নিহত হয়েছিল। গেøাবাল টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।