বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রশাসনের থানার প্রধান গেটের পাশে হাওলাদার অটো ও উপজেলার গার্লসস্কুল সংলগ্ন মটর সাইকেল এন্টারপ্রাইজ নামক দুটি পার্টসের দোকান চুরি হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) রাতে সাটারের তালা কেটে নগদ টাকা সহ দুই দোকানে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এছাড়াও সুবিদখালী কলেজ সংলগ্ন ইব্রাহিম ট্রেডার্সে দোকানের তালা ভাঙার চেষ্টাকালে তারা সিসি ক্যামেরা দেখে ভেঙে ফেলে।
হাওলাদার অটোর মালিক মোঃ বশিরের জানান, ১ লক্ষ ৩০ হাজার নগদ টাকা সহ ১ লক্ষ ৬০ হাজার টাকার ব্যাটারী ও ২০ হাজার টাকার ইলেকট্রিক মটর নিয়ে গেছে।
মটর সাইকেল এন্টারপ্রাইজের মালিক মোঃ আইউব আলী খান বলেন, ৭৪ হাজার টাকার ব্যাটারী ৫ হাজার টাকার ইলেকট্রিক মটার ও ১৫ শত টাকা চুরি কওে নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ বলেন, সিসি ক্যামেরা ফুটেজে যাদেরকে দেখা গিয়েছে তাদেরকে পাওয়া যায়নি। তবে ঐ রাতেই ১টি অটোবাইক ও ৪টি পুরাতন ব্যাটারী সহ দুই জনকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।