Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দশক পর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা

চীন-ইইউ সম্পর্ক চ্যালেঞ্জের মুখে : চীনা প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৫ এএম

চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিম স¤প্রদায়ের ওপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে গত তিন দশকের বেশি সময়ের পর গত মাসে প্রথমবারের মতো চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় জোট। এছাড়াও সা¤প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিরোধের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চীনের সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তিনি বলেন, ‘আমি আশা করছি, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ইইউ প্রতিটি বিষয় স্বাধীনভাবে বিবেচনা করবে।’ বুধবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন শি জিন পিং। এই সময় তিনি ম্যার্কেলের উদ্দেশে এসব মন্তব্য করেন। পরবর্তীতে চীন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘টেলিফোন আলাপে শি জিন পিং বলেন- চীন ও ইইউর একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত এবং যেকোনো ইস্যুতে হস্তক্ষেপের ঘটনা কমিয়ে আনতে দুই পক্ষের সচেষ্ট থাকা দরকার। এ সময় করোনার টিকার সুষ্ঠু ও যুক্তিসংগত বিতরণ নিশ্চিত করা এবং টিকা জাতীয়তাবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েও দুই নেতার কথা হয়েছে।’ জার্মান সরকারের মুখপাত্র উলরিক দেমের বলেন, ‘কোভিড-১৯ টিকার উৎপাদন ও বিতরণ নিয়ে বৈশ্বিক উদ্যোগের বিষয়ে আলাপ করেছেন আঙ্গেলা ম্যার্কেল ও শি জিন পিং। অর্থনৈতিক সহযোগিতা ও আবহাওয়া পরিবর্তন রোধের বিষয়েও তাদের কথা হয়েছে। চীন-জার্মান দ্বিপক্ষীয় মিত্রতা জোরদারে চলতি মাসের শেষের দিকে সরকারি পরামর্শক পর্যায়ে আলোচনায় সম্মতি দিয়েছেন দুই নেতা। রয়টার্স।

 

 



 

Show all comments
  • Jack+Ali ৯ এপ্রিল, ২০২১, ১১:৫৫ এএম says : 0
    May Allah's curse upon Chinese Goverment who are torturing/million's of muslim they kept in detention centre, force them to eat port, force them not to wear Hizab, raping them and many more barbarian crimes they are committing Uighur muslim. O'Allah we don't have any muslim leader who will rescue them them from Barbarian China.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ