নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের ব্যাডমিন্টনে নতুন রাজা হিসেবে আত্মপ্রকাশ করেছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার গৌরব সিংহ এবং রানীর খেতাব জিতেছেন বাংলাদেশ আনসারের উর্মি আক্তার। দু’জনই বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ব্যাডমিন্টনের পুরুষ ও নারী এককে স্বর্ণপদক জিতে ক্যারিয়ারের সেরা সাফল্য তুলে নিয়েছেন।
লাল-সবুজের নারী ব্যাডমিন্টন মানেই শাপলা আক্তার ও এলিনা সুলতানার রাজত্ব। জাতীয় চ্যাম্পিয়নশিপে শেষ দশ আসরের একক ইভেন্টে সবক’টি শিরোপাই জিতেছেন তারা। যেখানে শাপলা আট এবং এলিনা দু’বার চ্যাম্পিয়ন হয়েছেন। অতীতে দ্বৈত এবং মিশ্র দ্বৈতের চ্যাম্পিয়ন ট্রফিও উঠছে আনসারের এ দুই শাটলারের হাতে। ২০১৩ সালের বাংলাদেশ গেমসে সন্তান সম্ভবা থাকায় খেলতে পারেননি এলিনা সুলতানা। তবে সোনা জিতেছিলেন শাপলা আক্তার। এবার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সন্তান সম্ভবা থাকায় খেলতে পারেননি দুজনই। সেই সুযোগটিই নিয়েছেন উর্মি। গতকাল পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টনের নারী এককের ফাইনালে আনসারের উর্মি ২-১ সেটে হারান বাংলাদেশ সেনাবাহিনীর বৃষ্টি খাতুনকে।
২০১৬ সালে দেশের সিনিয়র ব্যাডমিন্টর উর্মির ক্যারিয়ার শুরু। এরপর নিয়মিত খেলেছেন জাতীয় চ্যাম্পিয়নশিপে। সদ্য সমাপ্ত র্যাংকিং টূর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন উর্মি। এর আগে তার সেরা সাফল্য ছিলো জাতীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে খেলা। বাংলাদেশ গেমসে স্বর্ণ জিতে খুলনার মেয়ে উর্মি বলেন, ‘দ্বৈত ইভেন্টে সোনা হারানোর পর আমার জেদ চেপেছিল, সিঙ্গেলে আমি জিতবোই। কিন্তু প্রথম সেট হারার পর আমার মনবল ভেঙ্গে যায়। তখন আমার কোচ রাজু ভাই সাহস যুগিয়েছেন। তার উৎসাহে খেলায় ফিরে পরের দুই সেট জিতে স্বর্ণ জয় করি।’ ভবিষ্যতে সাফল্য ধরে রাখার জন্য ফেডারেশনের সহযোগিতা চান উর্মি, ‘আমি ব্যাডমিন্টনের জন্য নিজের জেলা খুলনা ছেড়ে পাবনাতে থাকছি। কিন্তু সেখানকার সুযোগ সুবিধাও পর্যাপ্ত নয়। আমি চাই ফেডারেশন যেন আমাদের দীর্ঘ মেয়াদি অনুশীলনের ব্যবস্থা করে।’
অন্যদিকে মাত্র ১৮ বছর বয়সে সেনাবাহিনীর আল-আমিন জুমারকে ২-০ সেটে হারিয়ে পুরুষ এককের স্বর্ণ জিতেছেন গৌরব। ক’দিন আগে দেশের অন্যতম সেরা শাটলার সালমান খানকে হারিয়ে র্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। বাংলাদেশ গেমসে প্রথমবার অংশ নিয়েই হয়েছেন সেরা। এখন তার স্বপ্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসে পদক জেতা, ‘নানা প্রতিকুলতার মাঝে নেপালে গত এসএ গেমসে অংশ নিয়ে আমি কোয়ার্টার ফাইনাল খেলেছি। সেরা সাফল্য পেতে হলে প্রয়োজন আমার বিদেশী কোচের অধীনে দীর্ঘ মেয়াদি অনুশীলনের। আর এ জন্য ফেডারেশনের সহযোগিতা চাই আমি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।