Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ব্যাডমিন্টনে শাপলার দ্বিমুকুট

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গাজী গ্রæপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত জাতীয় ব্যাডমিন্টনে মহিলা দ্বৈতে ও মিশ্র দ্বৈতে দ্বিমুকুট জয় করেছেন দেশসেরা শাটলার শাপলা আক্তার। গতকাল পল্টন ময়দানসংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে মহিলা দ্বৈতের ফাইনালে নারায়ণগঞ্জের এলিনা সুলতানা ও শাপলা আক্তার জুটি ২-০ সেটে সেনাবাহিনীর বৃষ্টি খাতুন ও রেহেনা খাতুন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মিশ্র দ্বৈতের ফাইনালে নারায়ণগঞ্জের আবদুল হান্নান ও শাপলা আক্তার জুটি সিলেটের রাহাত কবির ও আফরিনা ইসলাম মৌলি জুটিকে হারিয়ে শিরোপা জয় করে। এছাড়া পুরুষ এককের সেমিফাইনালে ওঠেন আয়মান ইবনে জামান, রইস উদ্দিন, মোয়াজ্জেম হোসেন ও এনামুল হক। আজ পুরুষ ও মহিলা এককের এবং পুরুষ দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ব্যাডমিন্টনে শাপলার দ্বিমুকুট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ