Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে নিহত ১

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ঢাকার কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে একজন নিহত এবং আহত হয়েছে আরও তিনজন। এই ঘটনায় রবিন (১৫) ও রবিউল (২৪) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম মো. সানজু (১৬)। আহতরা হচ্ছে মো. নাঈম (১৭), মো. বোরহান (১৬) ও মো. আলভি (১৫)। এই ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে ১১টায় কালিন্দী চুড়ির কারখানা নতুন রোড আরমান মিয়ার বাড়ির পাশে।

থানা সূত্রে জানা যায় নিহত সানজু তার বন্ধুদের সাথে নিয়ে ব্যাডমিন্টন খেলছিল। এসময় সানজুর আটক রবিনের ছোট ভাইয়ের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে রবিনের নেতৃত্বে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে সানজু ও তার সাথে থাকা নাঈম, বোরহান ও আলভি গুরুতর আহত হয়।

তাদেরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সানজুকে কর্তব্যরত ডাক্তারগন মৃত ঘোষনা করেন। নিহত সানজুর বাবার নাম মো. দুলাল মিয়া। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়েই দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে বাকীদেরদেরকেও দ্রুত গ্রেফতার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন

২৬ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ