নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : রকল্যান্ড সামার ওপেন (র্যাংকিং) ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বিকালে পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হয় এ প্রতিযোগিতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস ও ফেডারেশনের সহ-সভাপতি আমির হোসেন বাহার উপস্থিত ছিলেন। রকল্যান্ড সামার ওপেন ব্যাডমিন্টনে পুরুষ এককে ১৯৫ জন ও মহিলা এককে ২৫ জনসহ মোট ২২০ জন, পুরুষ দ্বৈতে ১০৭ ও মহিলা দ্বৈতে ১১টি দলসহ ১১৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মহিলা এককে প্রিয়া, বিথী, উর্মী, লিজা, তাজ নাহার, রেশমা ও নাবিলা নিজ নিজ খেলায় জয়লাভ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।