মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কঠোর বিধি-নিষেধ জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। গত কয়েক সপ্তাহে দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে। বুধবার মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে কঠোর বিধি-নিষেধ কার্যকর হবে। সা¤প্রতিক সময়ে কাতারে দৈনিক সংক্রমণ বাড়ছেই। বুধবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪০ জন। ফলে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত কাতারে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার। কাতারের হামাদ মেডিকেল কর্পোরেশনের উপ-প্রধান মেডিকেল কর্মকর্তা আব্দুল লতিফ আল খাল বলেন, করোনার যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার ধরনটি কাতারে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। জিম, সুইমিংপুল, ওয়াটার পার্ক, স্পা ছাড়াও নতুন বিধি-নিষেধের কারণে জাদুঘর, সিনেমা, লাইব্রেরি এবং নার্সারি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ক্যাফে এবং রেস্টুরেন্টের ভেতরে বসে খাবার খাওয়া যাবে না এবং কোনো খাবারের দোকান, ক্যাফে বা রেস্টুরেন্ট খোলা জায়গায় চালু করা যাবে না। একই সঙ্গে পার্ক এবং বীচে জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে। বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সাইক্লিংয়েও নিষেধাজ্ঞা আনা হয়েছে। সামাজিক সমাবেশ বা ছোট পরিসরে লোক সমাগম করা যাবে না। ভ্যাকসিন নিয়েছেন এমন পাঁচজন খোলা স্থানে সাক্ষাত করতে পারবেন বলে জানানো হয়েছে। নতুন বিধি-নিষেধ অনুযায়ী, সরকারি এবং বেসরকারি অফিসগুলোতে ৫০ শতাংশের বেশি লোকজন উপস্থিত থাকতে পারবেন না। বাকিদের বাড়ি থেকেই কাজ করতে হবে। প্রতিদিনের নামাজ এবং জুমার নামাজের জন্য মসজিদ খোলাই থাকছে। তবে রমজান মাসে বাড়িতে বসেই নামাজ আদায় করতে হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে আল খাল বলেন, কাতার করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝামাঝিতে অবস্থান করছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।