Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন না মানায় ফিলিপাইনে ‘৩০০ বার কান ধরে উঠবস’ : তরুণের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ৯:১৪ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফিলিপাইনের ক্যাভিটে প্রদেশে কঠোর লকডাউন চলছে। এর মধ্যে ২৮ বছর বয়সী এক ব্যক্তি লকডাউনের কোয়ারেন্টাইন শর্ত ভেঙে বাইরে বের হন। এই অপরাধে পুলিশ তাকে দৈহিক শাস্তি হিসেবে ৩০০ বার স্কোয়াটের মতো শরীর চর্চা করতে বাধ্য করে। আর এই শাস্তির কারণেই পরদিন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। -দ্য গার্ডিয়ান, বিবিসি

গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে তার পরিবার থেকে জানানো হয়। তবে, ট্রিয়াস শহরের পুলিশপ্রধান মারলো সোলেরো বলেন, কারফিউর আইন ভঙ্গকারী কাউকে কোনো শারীরিক শাস্তি দেওয়া হয় না। পুলিশ কর্মকর্তারা দোষীদের মৌখিকভাবে শুধু সতর্ক করে দেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, কাউকে শারীরিক শাস্তি দেওয়া হয়েছে- এমন অভিযোগ কোনো কর্মকর্তার বিরুদ্ধে পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ