Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

রাজধানীর মেরুল বাড্ডার প্রগতি সরণির মোহনা নামের একটি আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১১টার দিকে হোটেলটি থেকে তার লাশ উদ্ধার করে করা হয়। পুলিশ জানিয়েছে, আলি মিয়া (৬৫) নামে ওই বৃদ্ধের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে হোটেলটির তৃতীয় তলার ৩০৩ নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, বৃদ্ধ আলি মিয়া জমির দালালি করতেন। তার নামে বেশ কিছু মামলা চলছিল। তার দুই স্ত্রী। একজন থাকেন সাভারে। আরেক স্ত্রীকে নিয়ে তিনি থাকেন বাড্ডা মহানগর প্রজেক্টে। মামলা থেকে ও গ্রেফতার এড়াতেই তিনি ওই হোটেলে উঠেছিলেন।
চার দিন আগে তিনি ওই হোটেলের রুমটি ভাড়া নেন।

গতকাল সকালে হোটেল কর্মচারী তার রুমে গিয়ে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

তার স্ত্রী রোকসানা আক্তার জানান, আলি মিয়ার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দক্ষিণ পাড়ায়। মহানগর প্রজেক্টের হাতিরঝিল বি বøকের ১ নম্বর রোডেই তারা থাকতেন। তার স্বামীর হার্টের সমস্যা ছিল। জমির ব্যবসা করতেন, বাসায় কাজ করতে পারতেন না বলে তিনি ওই হোটেলে ওঠেন। সেখান থেকেই ব্যবসার কাজ করতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ