Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমার্জনীয় ভুল নাসাকে শোধরাতে হবে : চীন

‘স্বাধীন দেশ’ হিসেবে তাইওয়ান নাসার ওয়েবসাইটে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ১২:২৩ এএম

করোনাভাইরাসসহ বেশকিছু ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন। এদিকে, মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করেছে। এতেক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ‘তাইওয়ানের ক‚টনীতিক ব্যাপারে বেইজিংয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান জানান, তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করে নাসা চীনের ১ দশমিক ৪ বিলিয়ন মানুষের অনুঊতিতে আঘাত করেছে।’ চীনের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ানকে নিজেদেরই অংশ মনে করে চীন। তাই বরাবরই তাইওয়ান নিজেদের বলে দাবি করে আসছে চীনের কমিউনিস্ট সরকার। স¤প্রতি নাসা তাদের ওয়েবসাইটে তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। মুখপাত্র ঝু ফেংলিয়ান নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘মহাকাশ গবেষণা সংস্থাটিকে তাদের ভুল অবিলম্বে শোধরাতে হবে। এটি অমার্জনীয় ভুল।’ নাসা ‘সেন্ড মাই নেম টু মার্স’ নামে একটি ওয়েবসাইট খুলেছে। ভবিষ্যতে মঙ্গলগ্রহ যাত্রায় যারা নিজেদের নাম পাঠাতে চায়, এই ওয়েবসাইটে তাদের বিস্তারিত নথি দিয়ে সাইন ইন করার ব্যবস্থা করেছে। ওয়েবসাইটটিতে অন্যান্য দেশের পাশাপাশি তাইওয়ানও অর্ন্তভুক্ত হয়েছে। আর তাইওয়ানকে দেশ হিসেবেই উল্লেখ করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি। ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ